স্বীকারোক্তি

কবিতার নামঃ স্বীকারোক্তি
– মোঃ আরমান এস শোভন
 
আমি মানুষ নই,
যদিও দেখতে পুরো মানুষেরি মতো,
আমি অমানুষ হই,
ধর্ম-বর্ণ জাতে লিপ্ত হই যতো।
 
আমার মনুষ্যত্ব এক বিন্দুও নাই!
তবুও বলি আমি সৃষ্টি’র সেরা জীব,
আমি প্রতিনিয়তে পশু হয়ে যাই!
নিভে যায় তখন আমার বিবেকের প্রদীপ।
 
আমি ধার্মিক; সত্য আমার ধর্ম
তাই অন্য ধর্মকে করি ঘৃণা,
করি সত্য ধর্মের জন্য কর্ম
তাই সবচেয়ে উঁচু আমার সিনা।
 
আমি ধর্মান্ধ;
ধর্মের জন্য আমি মানুষকেও করি খুন,
আমার বিবেক অন্ধ
হ্যাঁ, খুন করাই তো আমার ধর্মান্ধতার গুণ।
 
আমি খারাপ; আমি বদমাশ
কু-নজরে তাকাই আমি নারীর দিকে,
নিজেকে বলি বাহবা-সাব্বাশ
আর দোষ দেই রূপসী ঐ নারীটাকে।
 
আমি নারী; আমি চরিত্রহীনা,
বেপর্দায় হাটি আমি রাস্তাঘাটে,
আমি কোনো নিষেধ-বারণ মানিনা!
তাইতো পুরুষ আমার পিছু হাটে।
 
নারী হয়ে আমি জন্মেছি তাই
মাখতে পারবোনা কভু সূর্য্যি-কিরণ,
মাখতে গেলেই আমি “বেশ্যা” হয়ে যাই
নির্বিচারে মেনে নিতে হয় সকল নিপীড়ন।
 
 
লেখক পরিচিতিঃ
নামঃ মোঃ আরমান ছিদ্দিকী শোভন
জন্মঃ ২৪ ডিসেম্বর, ১৯৯৭ ইং
পড়াশোনাঃ বিবিএ (একাউন্টিং)
পেশাঃ একাউন্ট্যান্টস, ফ্রিল্যান্সার, ডিজাইনার, ওয়েব ডেভেলপার ও মুক্তমনা লেখক (শখের বশে লেখা লেখি করেন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!!