কবিতার নামঃ বদলে গেছে সব
– আরমান এস শোভন
বদলে গেছে প্রকৃতির সাজ
বদলে গেছে ঋতু,
সাঁকোর জায়গায় হচ্ছে রে আজ
বিরাট বড় সেতু।
শুকিয়ে গেছে নদী-নালা
মাছ ধরেনা জেলে,
মাঠে নাই রে লালু-কালা
নাইরে রাখাল ছেলে।
গাছ-গাছালি পাখ-পাখালি
হারিয়ে গেছে সব,
নাই রে পায়রার কলকলানি
নাই রে কলরব।
কৃষকরা আজ ধনী হয়ে
রোদেই পুড়তে চায়না,
তারাও নিলো মুখ ফিরিয়ে
ধানক্ষেতে আর যায়না।
যায়না দেখা কার্তিকে আর
নবান্নেরও খেলা,
চৈত্রের শেষে হয়না রে আর
বৈশাখেরও মেলা।
বিবর্তন সব দিয়েছে টুটে
কেড়ে নিয়েছে সব,
তাই তো নাই আজ বাঙালির মুখে
বাংলার কলরব।
লেখক পরিচিতিঃ
নামঃ মোঃ আরমান ছিদ্দিকী শোভন
জন্মঃ ২৪ ডিসেম্বর, ১৯৯৭ ইং
পড়াশোনাঃ বিবিএ (একাউন্টিং)
পেশাঃ একাউন্ট্যান্টস, ফ্রিল্যান্সার, ডিজাইনার, ওয়েব ডেভেলপার ও মুক্তমনা লেখক (শখের বশে লেখা লেখি করেন)।