কবিতার নামঃ আমিও একদিন বড় হব
– আরমান এস শোভন
দেখবা আমিও একদিন বড় হব
করবো বিশ্ব জয়,
এখন নিন্দা করো যতো পারো
এসব কিছু নয়।
দেখবা আমিও একদিন বড় হব
সকল বাঁধা টুটে,
আমার নামটি থাকবে সুরে
সবার মুখে মুখে।
দেখবা আমিও একদিন বড় হব
মন এ কথা কয়,
স্বপ্নের সকল হিমালয়-চূড়া
করবোই আমি জয়।
দেখবা আমিও একদিন বড় হব
বলছি হেসে হেসে,
বিশ্ব টানবে বুকে তখন
আমায় ভালবেসে।
দেখবা আমিও একদিন বড় হব
লিখছি পৃষ্ঠা নেড়ে,
সহসাই একদিন যাবো চলে
এই পৃথিবী ছেড়ে।
লেখক পরিচিতিঃ
নামঃ মোঃ আরমান ছিদ্দিকী শোভন
জন্মঃ ২৪ ডিসেম্বর, ১৯৯৭ ইং
পড়াশোনাঃ বিবিএ (একাউন্টিং)
পেশাঃ একাউন্ট্যান্টস, ফ্রিল্যান্সার, ডিজাইনার, ওয়েব ডেভেলপার ও মুক্তমনা লেখক (শখের বশে লেখা লেখি করেন)।