ভালবাসার মুজিব

কবিতার নামঃ ভালবাসার মুজিব
– মোঃ আরমান এস শোভন

 

একাত্তরে পাক সেনারা ঢুকলো যখন দেশে;
খাচ্ছিল সব করছিল খুন অট্ট হেসে হেসে।
রক্তস্রোতে ভাসছিল এই বাংলাদেশের বুক;
বঙ্গবাসী বলতো কেঁদে ‘শান্তিটা আসুক।

 

কিন্তু তখন কেউ ছিল না যোদ্ধা হবার মত,
তাই পাকীরা অত্যাচারে ছিলই অবিরত।
বৃদ্ধ মায়ের কাঁন্না দেখেও যায়নি ওরা থেমে;
অমন সময় স্বদেশ এবং বঙ্গবাসীর প্রেমে-
সাহস দিতে আসলো মুজিব বঙ্গ-মাঠে নেমে!

 

তাঁর প্রেরণায় একে একে আসলো সকল জনে,
বুক ঠ্যাকালো বীর-বাঙালি স্বাধীনতার রণে ।
স্বাধীন হল স্বদেশ এবং টুটলো সকল কু-জীব;
সহস্রাধিক শ্রদ্ধা তোমায়- ভালবাসার মুজিব ।

 

লেখক পরিচিতিঃ
নামঃ মোঃ আরমান ছিদ্দিকী শোভন
জন্মঃ ২৪ ডিসেম্বর, ১৯৯৭ ইং
পড়াশোনাঃ বিবিএ (একাউন্টিং)
পেশাঃ একাউন্ট্যান্টস, ফ্রিল্যান্সার, ডিজাইনার, ওয়েব ডেভেলপার ও মুক্তমনা লেখক (শখের বশে লেখা লেখি করেন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!!