কবিতার নামঃ ভালবাসি
– আরমান এস শোভন
ভালবাসি স্রষ্টাকে,
ভালবাসি বিচার করার
না দেখা ঐ জ্বজ-টাকে।
ভালবাসি দেশটাকে,
ভালবাসি সকাল-বিকাল;
গোধূলির ঐ শেষটাকে।
ভালবাসি প্রকৃতি,
ভালবাসি সৃষ্টিকর্তার
সৃজিত সব সুকৃতি।
ভালবাসি কৃষাণকে,
ভালবাসি নবান্নেরও
উৎসবমুখর বিষাণকে।
ভালবাসি মানবকে,
ভালবাসি বিবেক থাকা
ভয়ঙ্কর ঐ দানবকে।
ভালবাসি আমি নিজেকে,
ভালবাসি ছত্রছায়াময় বাবাকে,
ভালবাসি সর্ব ত্যাগ দেওয়া মাকে।
লেখক পরিচিতিঃ
নামঃ মোঃ আরমান ছিদ্দিকী শোভন
জন্মঃ ২৪ ডিসেম্বর, ১৯৯৭ ইং
পড়াশোনাঃ বিবিএ (একাউন্টিং)
পেশাঃ একাউন্ট্যান্টস, ফ্রিল্যান্সার, ডিজাইনার, ওয়েব ডেভেলপার ও মুক্তমনা লেখক (শখের বশে লেখা লেখি করেন)।