গ্রীষ্মের ছোঁয়া লাগছে গায়ে

কবিতার নামঃ গ্রীষ্মের ছোঁয়া লাগছে গায়ে
– মোঃ আরমান এস শোভন

 

বসন্ত প্রায় যাচ্ছে চলে
আসছে নতুন ঋতু,
গ্রীষ্মের ভয়ে ঋতুরাজ পালায়
তবে সে কি ভীতু?

 

গ্রীষ্মের ছোঁয়া লাগছে গায়ে
ধরছে গাছে আম,
রোদ্রের তাপে লাগছে গরম
পুড়ছে গায়ের চাম।

 

ক’দিন বাদেই পাকবে যে আম
পাকবে নানান ফল,
সেই আশাতেই ঘুম আসেনা
জিভে আসে তাই জল।

 

কাঁঠাল খাবো, লিচু খাবো
খাবোই অহর্নিশ,
তরমুজ খাবো, বাঙ্গি খাবো
তর সইছে না ইশ”!

 

ফলের নেশায় হাসবে কিশোর
গাছে থাকবে দৃষ্টি,
রোদের কোলে মেঘও হাসবে
পড়বে ঝির ঝির বৃষ্টি।

 

লেখক পরিচিতিঃ
নামঃ মোঃ আরমান ছিদ্দিকী শোভন
জন্মঃ ২৪ ডিসেম্বর, ১৯৯৭ ইং
পড়াশোনাঃ বিবিএ (একাউন্টিং)
পেশাঃ একাউন্ট্যান্টস, ফ্রিল্যান্সার, ডিজাইনার, ওয়েব ডেভেলপার ও মুক্তমনা লেখক (শখের বশে লেখা লেখি করেন)।

One reply on “গ্রীষ্মের ছোঁয়া লাগছে গায়ে”

  • মামুন তালুকদার March 9, 2023 at 4:15 pm

    খুব সুন্দর কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!!